তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর খুব কাছের বন্ধু কিক-বক্সার বদর হারি। মরক্কোর এ কিক-বক্সারের সঙ্গে রোনালদো সমকামী সম্পর্ক রয়েছে বলেও সমালোচকরা মনে করেন। বদর হারিকে বিশ্বের অন্যতম সেরা কিক-বক্সার বলা হয়। যদিও তিনি এখন খুব একটা কোর্টে নামেন না। কিন্তু খেলার বাইরে দু’টি ভাঙচুরের ঘটনায় ২ বছরের জেল হয়েছে তার। নেদারল্যান্ডসের আমসস্টারডাম আদালত তাকে এই শাস্তি দিয়েছে।
২০১১ ও ২০১২- দুই বছর দুইবার তিনি আমস্টারডামের নাইট ক্লাবে অঘটন ঘটান। ২০১১ সালে জিমি উ নামের এক ব্যাবসায়ীর নাইট ক্লাবে যান হারি। সেখানে কোনো ঘটনার কারণে নাইট ক্লাবের গ্লাস ভাঙচুর করেন তিনি। এরপর ২০১২ সালে একই ধরনের ঘটনার জন্ম দেন ৩২ বছর বয়সী এ কিক-বক্সার। তার বিরুদ্ধে আমস্টারডাম আদালতে মামলা করেন মালিকপক্ষ। তারই রায় হলো সম্প্রতি। সেখানে বদর হারিকে ২ বছরের জেল দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম