সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স করে ডাক পেয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। হয়েছেন আইপিএলের দশম আসরের সবচেয়ে দামি ক্রিকেটার।
আইপিএলে স্টোকসের ধারাবাহিক পারফরম্যান্সে বেশ খুশি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। বুধবার এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ও এখন অনেক আত্মবিশ্বাসী। আইপিএল ওকে আত্মবিশ্বাসী করে তুলেছে। যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রয়োজনে ও অবদান রাখবে।’
এদিকে, আইপিএলের রাইজিং পুনে সুপারজায়ান্টে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি ও স্মিথকে সতীর্থ হিসেবে পেয়েছেন স্টোকস। বিশ্বসেরা দুই ক্রিকেটারের সান্নিধ্য পাওয়া স্টোকসের জন্য বড় পাওয়া বলে মনে করেন মরগ্যান বলেন, ‘ধোনি, স্মিথের মতো ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করা খুব বড় একটা ব্যাপার। এছাড়া আইপিএল নিজেকে প্রমাণ করার সেরা একটা মাধ্যম। যেটা স্টোকস ইতিমধ্যে করে দেখিয়েছে।’
উল্লেখ্য, ১৬ কোটি রুপিতে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে তাকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্ট। আর মাঠে তার প্রতিদানও দিচ্ছেন তিনি। সম্প্রতি গুজরাট লায়ন্সের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে জানান দিয়েছেন নিজের উপস্থিতির।
সূত্র: দ্য টেলিগ্রাফ
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৭/ওয়াসিফ