আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রন্তুত ক্রিকেট বিশ্ব। আর এরই মধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটে এলো এক বড় ধরণের দুঃসংবাদ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা। বোর্ডের বলছে, বৃহস্পতিবারই পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিলভা। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।
বোর্ড জানিয়েছে, কমিটির সঙ্গে আলোচনা না করে এসএলসি বড় ধরনের সিদ্ধান্তে নাখোশ ছিলেন ডি সিলভা। মূলত এসএলসির ক্রিকেটীয় বিষয়ে একটি পরামর্শক প্যানেল হিসেবে কাজ করে এই ক্রিকেট কমিটি।
প্রসঙ্গত, ২০০৩ সালে অবসর নেয়ার পর থেকে মূলত নির্বাচক কমিটির প্রধান ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন ডি সিলভা। এসএলসির কোচিং বিভাগের উন্নয়নে ডি সিলভার চিন্তা-ভাবনা সকলের কাছ থেকে প্রশংসিত হচ্ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন একটি ঘটনা অবশ্যই চিন্তার কারণ হবে ম্যাথুজদের জন্য।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৭/ওয়াসিফ