টেনিস বিশ্ব সেরেনা উইলিয়ামসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় না থামতেই শিরোনমে এলেন জাস্টিন হেনিন। আবারও মা হয়েছেন তিনি। আর আনন্দের এই সংবাদটি বিশ্ববাসীকে দিয়েছেন বেলজিয়ামের সাবেক এই টেনিস তারকা নিজেই।
বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাত বারের গ্র্যান্ড স্লাম জয়ী ও বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় হেনিন লিখেছেন, ‘গতকাল (বুধবার) সকালে আমাদের জীবনে ছোট্ট এক রাজপুত্র এসেছে। তার নাম ভিক্টর। যার আগমণে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।’ পরিবার বৃদ্ধিতে উচ্ছ্বসিত হয়ে হেনিন আরও বলেন, ‘আমরা খুবই খুশি যে আমাদের পরিবার দ্রুতই বেড়ে উঠছে।’
প্রসঙ্গত, হেনিন ও বেনোইত বারতুজ্জো দম্পতির দ্বিতীয় সন্তান ভিক্টর। ৩৪ বছর বয়সী হেনিন প্রথম সন্তানের মা হয়েছিলেন ২০১৩ সালে। জন্ম দিয়েছিলেন মেয়ে লালিয়েকে। তার ৪ বছরেরও বেশি সময় পর তার ঘরে এলো ভিক্টর।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৭/ওয়াসিফ