দিল্লি ডেয়ারডেভিলস এর বিপক্ষে ১৪৬ রানের বড় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
রবিবার রাতে দুই ক্যারিবিয়ান সিমন্স (৬৬) ও কাইরন পোলার্ডের (৬৩) অর্ধশতকের ওপর ভর করে ২১২ রান করে মুম্বাই। এছাড়া পার্থিব প্যাটেল ২৫ ও হার্দিক পাণ্ডিয়া ২৯ রান করেন।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দিল্লি গুটিয়ে যায় ৬৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন করুণ নায়ার। হরভাজন সিং ও করুণ শর্মা ৩টি করে উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব