‘এমএসএন’ ত্রয়ী গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। বাকি দুটি গোলের একটি নেইমারের, অন্যটি সুয়ারেজের। এই জয়ের ফলে লা লিগার শিরোপা লড়াইয়ে ভালোমতো টিকে থাকল লুইস এনরিকের দল।
শনিবার রাত ন্যূ কাম্পে শুরুতেই গোলের দেখা পায় নেইমার। ম্যাচের ২১তম মিনিটে ডান দিক থেকে সুয়ারেজ আড়াআড়ি বল বাড়ান মেসিকে। এরপর আর্জেন্টিনা অধিনায়কের মাপা পাস পায়ের টোকা দিয়ে বলা জালে পাঠিয়ে দেন নেইমার। ৩ মিনিট পর বার্সেলোনার ডিফেন্ডারদের ভুলে সমতা ফেরান ভিয়ারিয়ালের সেদ্রিক বাকাম্বু। তবে বিরতির ঠিক আগে বার্সাকে এগিয়ে দেন মেসি।
বিরতির পর ম্যাচে ৬৯তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন সুয়ারেজ। আর ৮২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব