ইংরেজরা গোটা বিশ্বকে ব্যাট-বলের খেলা শেখাল। পথ প্রদর্শকদের জন্য ক্রিকেটের নাম হয় জেন্টলম্যান গেমস। অথচ এক ইংরেজ ক্রিকেটার ২২ গজে যে কাণ্ড ঘটালেন, তাতে প্রশ্ন উঠতেই পারে খেলাটা আদৌ কি আর ভদ্রলোকের আছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ম্যাচে রান নিতে গিয়ে বিতর্ক বাধান জেসন রয়। প্রোটিয়াস ফিল্ডারদের ছোড়া বল ইংরেজ ওপেনার পা দিয়ে আটকে দেন। যার ফলে অদ্ভুতভাবে তাঁকে আউট দেন থার্ড আম্পায়ার। আউটটির নাম অবস্ট্রাকটিং দ্য ফিল্ড। টি-২০ ইতিহাসে এধরনের আউট প্রথম।
ইংল্যান্ডের টনটনে টানটান ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ১৭৪ রানের জবাবে ভাল এগোচ্ছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা। ওপেনার জেসন রয় ইংল্যান্ডকে কার্যত একাই টানছিলেন। ৩০ বলে আর মাত্র ৪২ রান বাকি ছিল ইংল্যান্ডের। ক্রিজে তখন জেসন রয় ও লিভিংস্টোন।
১৬ ওভারে বল করতে দৌড়ান দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। ব্যাটসম্যান লিভিংস্টোন। নন স্ট্রাইকিংয়ে রয়। ওভারের প্রথম বল অফ স্ট্যাম্পে হালকা পুশ করেন লিভিংস্টোন। তাঁর কলের আগে রান নেওয়ার জন্য ছুটে যান জেসন রয়। ক্রিজের অর্ধেকও পেরিয়ে যান ইংরেজ ওপেনার। দক্ষিণ আফ্রিকার ফিল্ডার অ্যান্ডলি ফেলুকায়ো দ্রুত বল নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে ছোড়েন।
এই সময় অদ্ভুত কাণ্ড ঘটানা জেসন। আচমকা পিচের অন্যদিকে এসে দৌড় শুরু করেন। ফিল্ডারের থ্রো তাঁর পায়ে আটকে যায়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মনে হয়েছিল নিশ্চিত আউট। প্রোটিয়াসরা আম্পায়ারের হস্তক্ষেপ দাবি করেন। মাঠে থাকা দুই আম্পায়ার বেশ কিছুক্ষণ আলোচনার পর থার্ড আম্পায়ারের ওপর বিষয়টি ছেড়ে দেন।
তৃতীয় আম্পায়র খানিকটা সময় নেওয়ার পর ইংরেজ ওপেনারকে আউট দিয়ে দেন। জেসন আউট হওয়ার পর ইংল্যান্ডের ম্যাচ হাতছাড়া হয়ে যায়। তিন রানে জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। পরে জানা যায় জেসনকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট দিয়েছেন আম্পায়ার।
২০-২০ ক্রিকেটে জেসন রয় প্রথম এধরনের আউট হলেন। একদিনের ম্যাচে এমন লজ্জার নজির রয়েছে মাত্র ৬ জনের। এর মধ্যে ষষ্ঠ ক্রিকেটারটি ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। টেস্টেও এমন উদাহরণ রয়েছে। তবে সেটি মাত্র একটি। হাতে গোনা নজিরটিও এক ইংরেজ ক্রিকেটারের। জেসনের এই কাণ্ডে হতভম্ভ ইংল্যান্ডের ড্রেসিংরুম। তবে বেশ কয়েকজন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার জেসনের আউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
দেখুন সেই আউটের ভিডিও:
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান