বৃহস্পতিবার লন্ডনে আইসিসির সভায় ভোটের মাধ্যমে টেস্ট খেলার স্বীকৃতি দেওয়া হয় আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে। আইসিসির পক্ষ থেকে পূর্ণ সদস্যের স্বীকৃতি এবং টেস্ট খেলার ছাড়পত্র পাওয়ার পর ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি।
শনিবার এক সাক্ষাৎকারে নবি বলেন, "আমাদের টেস্ট খেলার স্বীকৃতি পাওয়ার পিছনে ভারতের অবদান অনস্বীকার্য। বিসিসিআই আমাদের সঙ্গে না থাকলে এবং সাহায্য না করলে এটা কখনই সম্ভব হত না।"
বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেও এ দিন নবি বলেন, "ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের জার্সি গায়ে প্রথম টেস্ট খেলতে চাই আমি।"
বিসিসিআইয়ের পাশাপাশি আইপিএলকেও ধন্যবাদ দেন নবি। তিনি বলেন, "আইপিএলের সৌজন্যে আজ আমাদের সকলেই চেনে। আফগানিস্তান ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।"
অন্য দিকে কাবুল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে নবি বলেন, "চারদিকে একের পর এক অনভিপ্রেত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এরই মাঝে আইসিসির এই স্বীকৃতি গোটা দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেবে।"
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬