ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে ১৩৬ রানে আউট হন রুট। এই নিয়ে টানা ১১ ম্যাচে ৫০ বা ততোধিক রানের ইনিংস খেললেন রুট। ফলে টেস্টে টানা ১১ ম্যাচে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড স্পর্শ করলেন তিনি। অবশ্য যৌথভাবে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন রুট।
১১ টেস্টে টানা হাফ-সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বাংলাদেশের মোমিনুল হক, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের গৌতম গম্ভীর-বিরেন্দার শেবাগের। এই চার খেলোয়াড়ের পাশে বসলেন রুট।
তবে ১২ টেস্টে টানা হাফ-সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়ে এখনো শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
অধিনায়ক হবার পর টানা পাঁচ টেস্টে হাফ-সেঞ্চুরি বা ততোধিক রানও করেছেন রুট। ফলে তারই সতীর্থ সাবেক অধিনায় অ্যালিস্টার কুকের পাশে বসলেন তিনি। অধিনায়কত্ব পাবার পর টানা পাঁচ টেস্টে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে এতোদিন দ্বিতীয়স্থানে একাই ছিলেন কুক। এবার তার পাশে বসলেন রুট। তবে এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের পিটার মে। অধিনায়ক হবার পর টানা আট টেস্টে হাফ-সেঞ্চুরি বা ততোধিক রান করেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম