ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড বলেছেন, নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালের অ্যাশেজ সিরিজ খেলতে চান তিনি। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারে কিংবদন্তি ইয়াম বোথামকে ছাড়িয়ে যাওয়ার পর নিজের অভিপ্রায় ব্যক্ত করেন ব্রড।
চলমান সিরিজে এজবাস্টনে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২০৯ রানে পরাজিত করা ম্যাচে বোথামের ৩৮৩ উইকেট শিকার ছাড়িয়েছেন ৩১ বছর বয়সী ব্রড।
নিজের ১০৭তম টেস্টে ক্যারিবীয় ব্যাটসম্যান শেন ডরউইচকে আউট করার মধ্য দিয়ে ৩৮৪তম উইকেটের মালিক হন ব্রড।
ব্রড বলেন, ‘ক্রিকেটে দেয়ার মত এখনো অনেক কিছু আমার মধ্যে আছে এবং এই দলটির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি আরও অনেক দূর যেতে পারব।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম