সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম শ্রীলঙ্কার। ছোটো বড় সবার কাছে একের পর এক লজ্জার হারে হাবুডুবু খাচ্ছে দলটি। অধঃপতন এতোটাই যে শ্রীলঙ্কার ক্রিকেটার, বোর্ড, সাবেক ক্রিকেটার, ভক্তরা দলকে নিয়ে লজ্জার পাশাপাশি আতঙ্কে পড়ে গেছেন। তবে লঙ্কানদের এই ভয়াবহ অবস্থার জন্য পরাজয়ের আতঙ্ককেই দায়ী করলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা।
এ ব্যাপারে তিনি বলেন, 'আমার মনে হয় দলের আত্মবিশ্বাস খুব নেমে গেছে। পরাজয়ের আতঙ্কের ব্যাপারটি ফিরে এসেছে। তাদের মধ্যে আমি আত্মবিশ্বাস দেখি না, মাঠে তাড়নাটাও দেখি না। সমস্যাগুলো নির্ধারণ করে দ্রুত সমাধান করা দরকার।'
লঙ্কান কিংবদন্তি মাহেলা এক সাক্ষাৎকারে ভারতের বিপক্ষের টেস্ট সিরিজ প্রসঙ্গে বলেছেন, 'ভারতের বিপক্ষে হোয়াইটওযাশের কথা বলতে গেলে ওখানে আমাদের সব বিভাগ ব্যর্থ হয়েছে। আমি নিশ্চিত, ছেলেরা টেস্ট সিরিজের এমন পারফরম্যান্সে খুব হতাশ। এক নম্বর দলের বিপক্ষে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ ছিল তাদের। কিন্তু পরিস্থিতি ঠিক মতো সামলাতে পারলো না ওরা। উইকেটে তেমন কোনো সমস্যা না থাকার পরও প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বারবার ডুবেছে। আর বোলিংয়ে তারা ২০ উইকেট নিতে পারবে এমনটা কখনো মনেই হয়নি।'
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘরের মাঠেই হেরেছে লঙ্কান দল। তারপর কোনোমতে জিতেছে একমাত্র টেস্টটি। এরপর ভারতের কাছে নিজের ঘরে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে খুব বাজে ভাবে হার দিয়েই।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ