রাজধানী ঢাকায় বৃষ্টির দাপট থাকলেও রয়েছে প্রচন্ড গরম। আর এই ভ্যাপসা গরমে কাহিল অসি ক্রিকেটাররা। এমনকি হিট স্ট্রোক হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের। বিষয়টা স্বীকার করেছেন ম্যাড ম্যাক্স নিজেই।
বুধবার সংবাদ সম্মেলনে এসে এই অসি ক্রিকেটার বলেন, প্রচণ্ড গরমের কারণে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যা হচ্ছে তাঁর। গ্রীষ্মকালে ডারউইনের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো থাকে বলে সফরে আসার আগে সেখানে অনুশীলন ক্যাম্প করেছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। কিন্তু তাতেও তেমন লাভ হচ্ছে না।
আবহাওয়াকে নিজেদের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে ম্যাক্সওয়েল বলেন, 'এখানে আসার পরের দিনই একটু হিট স্ট্রোক হয়েছিল। তাই শুরুর দিন অনুশীলনটা ভালো হয়নি। ভেবেছিলাম বাইরে একটু দৌঁড়াব। এরপর ভেতরে ফিটনেস টেস্ট দিলাম। আবার বাইরে এসে অনুশীলন করলাম। একটুতেই শরীর কাহিল হয়ে গেল। তবে আইস বাথ নেওয়ার পর বেশ ভালো লেগেছে।’
আগামী ২৭ আগস্ট মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে স্মিথ-ওয়ার্নাররা। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ