লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ- এই নাম তিনটি বার্সেলোনার আক্রমণভাগের কথা স্মরণ করিয়ে দেয়। তাদর তিন জনকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো ডাকত ‘এমএসএন’ বলে। এই 'এমএসএন'কে আর এক সঙ্গে দেখা যাবে না — এমনটা বার্সেলোনা ভক্তরা মেনে নিতে পারছিলেন না। তবে ক্ষণিকের জন্য হলেও তাদের সেই হতাশা দূর হয়েছিল। জানা যায়, এই তিন তারকা ফুটবলার ইন্সটাগ্রামের সৌজন্যে একই ফ্রেমে হাজির হলেন।
পিএসজির হয়ে দারুণ পারফরম্যান্স করা নেইমার সম্প্রতি বার্সেলোনা সফর করেন। বার্সেলোনায় গিয়ে পেয়ে যান সতীর্থ ও প্রিয় বন্ধু লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে এবং ইভান রাকিটিচদের। ছোট-খাটো একটা পুনর্মিলনই হয়ে গেল। এক সাথে সময় কাটানোর পর ইনস্টাগ্রামে সেটির একটি ছবি পোস্ট করেন লিওনেল মেসি। যে ছবিতে আর্জেন্টাইন এই অধিনায়কের সঙ্গে দেখা যায় সুয়ারেজ এবং নেইমারকে। ছবির শিরোনামে স্প্যানিশ ভাষায় নেইমার লিখেছেন, ‘নেইমার ফিরে এসেছে।'
বিডি প্রতিদিন/এ মজুমদার