ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবার্তো কার্লোস৷ ক্যারিয়ারের সেরা সময়ে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা ভরসা ছিলেন তিনি৷ এখন সেই কার্লোসকে এবার জেল হাজতের নির্দেশ দিল ব্রাজিলের আদালত৷
ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুরনো বান্ধবী বারবারা থার্লার সন্তানদের ভরণ-পোষণ না করার অভিযোগ এনে মামলাটি করেন কার্লোসের বিরুদ্ধে৷ এছাড়া বারবারার কাছে ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) দেনাও রয়েছে তার৷ এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কার্লোসকে তিনমাসের হাজতবাসের নির্দেশ দিয়েছে আদালত৷ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক আদালতে বলেন," আর্থিক দুরাবস্থার কারণেই আমি বারবারার ভরণ-পোষণের টাকা দিতে ব্যর্থ হয়েছি৷"
ক’দিন আগেই নবম সন্তানের বাবা হয়েছেন তিনি৷ স্ত্রী মারিয়ানা লুসোনের নাম অনুসারে মেয়ের নামও রেখেছেন মারিয়ানা৷ তারই মধ্যে আদালতে নির্দেশে বেশ বিপাকে তিনি সেটা বলাই বাহুল্য৷
বিডি প্রতিদিন / ২৪ আগস্ট, ২০১৭ / তাফসীর