একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। একদিনের ক্যারিয়ারে ৯৯টি স্ট্যাম্পিং করেছিলেন সাঙ্গাকারা। পাল্লেকেলেতে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করলেন ধোনি।
বৃহস্পতিবারের ম্যাচের ১৪ তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে শ্রীলঙ্কান ওপেনার দানুষ্কা গুণতিলকাকে স্ট্যাম্প করেন মাহি। এটি ধোনির একদিনের ক্রিকেটে ৯৯ নম্বর স্ট্যাম্পিং। নিজের ২৯৮ তম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন ধোনি। আর একটি স্ট্যাম্পিং করতে পারলেই এককভাবে শীর্ষে চলে আসবেন দেশের প্রাক্তন অধিনায়ক।
বিডি প্রতিদিন / ২৪ আগস্ট, ২০১৭ / তাফসীর