শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের জয়ের ধারা অব্যাহত। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। কিন্তু ধনঞ্জয়ের স্পিনের ভেল্কিতে এক সময় কুপকাত ভারতীয় দলের ব্যাটিং। একাই ছটি উইকেট নেন এই শ্রীলঙ্কার স্পিনার।
ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা জুটি বেঁধে ১০৯ রান তোলেন। পরে মহেন্দ্র সিং ধোনির দাপটে ম্যাচ জিতে নেয় ভারত।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত