তিনি এখনও ক্রিকেট খেলছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবারও প্রায় হারা ম্যাচে, ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে দিব্যি ভারতকে জিতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চিরকাল তো আর কেউ ক্রিকেট খেলবে না। থামতে একদিন হবেই।
অবসরের পর ধোনি কী করবেন। এমনিতেই ধোনি অনেকগুলো ফ্রাঞ্চাইজির মালিক। তিনি আইএসএলের চেন্নাইয়ান এফসির মালিক যেমন, তেমন হকি ইন্ডিয়া লিগের রাঁচি দলেরও মালিক। ৩৬ বছর বয়সী ধোনি দুবাইতে একটি ক্রিকেট অ্যাকাডেমিও করছেন।
এর বাইরেও রাঁচিতে একটি পাঁচতারা হোটেল করবেন ধোনি। যাতে, তিনি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগও করবেন। শোনা যাচ্ছে, তার পাঁচতারা হোটেলে প্রায় ৫০০ জন কর্মী থাকবেন।
বিডি প্রতিদিন / ২৫ আগস্ট, ২০১৭ / তাফসীর