এভার্টনের হয়ে অভিষেক ম্যাচেই সাড়া ফেলে দিলেন আইসল্যান্ডের জাতীয় দলের তারকা মিডফিল্ডার গিলফি সিগারোসন। অভিষেক ম্যাচেই প্রায় অসম্ভব একটি গোল করে বিশ্ব ফুটবলকে স্তম্ভিত করে দেন তিনি।
বৃহস্পতিবার রাতে হ্যাজদাক স্পিল্টের বিরুদ্ধে ইউয়েফা ইউরোপা লিগের প্রথম প্লে অফের ফিরতি পর্বের ম্যাচে এভার্টনের হয়ে মাঠে নামেন গিলফি। গিলফির গোলের সুবাদে হ্যাজদাকের বিরুদ্ধে কোনও ক্রমে হার বাঁচায় এভার্টন। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। তবে প্রথম লেগে জিতে থাকার ফলে এগ্রিগেডে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় এভার্টন।
টটেনহ্যাম হটস্পার, সোয়ানসি সিটিতে খেলা এই তারকা মিডফিল্ডারকে ঘিরে ম্যাচের শুরু থেকেই প্রত্যাশা ছিল ‘ব্লুস’ সমর্থকদের। নীল জার্সিতে প্রথম ম্যাচে মাঠে নেমে তিনি যে এই রকম একটি গোল উপহার দেবেন ফুটবল পাগল জনতাকে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি কোনও এভার্টন সমর্থক।
বিডি প্রতিদিন / ২৫ আগস্ট, ২০১৭ / তাফসীর