নেইমারকে পেয়ে দুর্দান্ত এক সময় পার করছে ফরাসী জায়ান্ট পিএসজি। পাত্তাই পাচ্ছে না কোন প্রতিপক্ষ। আর তারই ধারাবাহিকতায় এবার এডিসন কাভানির জোড়া গোলে সেইন্ট ইটেনিকে ৩-০ গোলে উড়িয়ে দিল পিএসজি।
শুক্রবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পিএসজি। অপ্রতিরোধ্য নেইমার-কাভানিদের সাফল্য আসে ২০ মিনিটেই। বক্সের মধ্যে কাভানিকে ফেলে দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিজেই গোল করে উরুগুয়াইন ফরোয়ার্ড। ২৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি ইটেনি।
এরপর বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। তার বল প্রথম ঠেকিয়েছিলেন আরেক ব্রাজিলিয়ান মার্কিনিয়োস। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে না থাকায় পেয়ে যান ইতালিয়ান মিডফিল্ডার মাত্তো। জালে জড়াতে বেগ পেতে হয়নি তার।
শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ৮৯ মিনিটে আরও একটি গোল পেয়ে যান কাভানি।
চার ম্যাচের সবগুলোই জয় পেয়ে ফরাসী জায়ান্ট পিএসজির সংগ্রহ এখন ১২ পয়েন্ট।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ