টসে জিতলেও লিডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ২৫৮ রানেই শেষ হয়ে যায় ইংরেজদের প্রথম ইনিংস।
এদিন বেন স্টোকস শতরান করলেন। তার দুরন্ত ১০০ রানের পাশে মানানসই ছিলেন অধিনায়ক জো রুটের ৫৯ রান। বাকি ব্যাটসম্যানরা রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল ৪টি করে উইকেট নেন।
জবাবে দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১ উইকেটে ১৯। কিয়েরন পাওয়েল (৫) আউট হয়েছেন। উইকেটে আছেন ক্রেগ ব্রেথওয়েট (১৩) ও দেবেন্দ্র বিশু (১)।
একমাত্র উইকেটটি নিয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। সিরিজের প্রথম টেস্ট তিনদিনেই জিতে নিয়েছিল ইংল্যান্ড।
বিডি প্রতিদিন / ২৬ আগস্ট, ২০১৭ / তাফসীর