বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন বিরাট কোহলি। আর শ্রীলঙ্কায় গিয়ে ডেকে নিলেন ‘লেডিলাভ’ আনুশকা শর্মাকেও। এরপর দু’জনে মিলে বেরিয়ে পড়লেন ‘ডিনার ডেটে’।
আনুশকার সঙ্গে ডিনার ডেটের সেই ছবি বিরাট শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করার পরই, তা চর্চায় চলে আসে। তবে এই প্রথম নয়। আনুশকার সঙ্গে প্রায়শই ছবি শেয়ার করেন বিরাট। এবারও তার ব্যক্তিক্রম হয়নি।
বিরাট-আনুশকার সেই ছবি দেখে ভক্তরাও বেজায় খুশি। দ্বীপরাষ্ট্রে গিয়ে দু’জনে যে একে অপরের সঙ্গে বেশ ভাল সময়ই কাটাচ্ছেন, তা কিন্তু স্পষ্ট।
বিডি প্রতিদিন / ২৬ আগস্ট, ২০১৭ / তাফসীর