ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নাম লেখালেন ইংল্যান্ড ওয়ানডে ও সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়ক ইয়োইন মরগান। বার্বাডোজ ট্রাইডেন্টসের জার্সিতে মাঠে নামবেন তিনি।
এ ব্যাপারে মরগান বলেন, ‘ট্রাইডেন্টসে ডাক পাওয়াটা অবিশ্বাস্য। বার্বাডোজে গিয়ে ক্রিকেট খেলাটা আমার দারুণ পছন্দ। এটা এমন এক ঐতিহাসিক স্থান যেখানে গ্রেট ক্রিকেটাররা খেলেছেন এবং এ ধরনের বড় একটি টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া সত্যিকারার্থেই একটা সম্মানের ব্যাপার। আমি সর্বদা সিপিএলে খেলতে চেয়েছি, সেখানে যাওয়ার জন্য আমার তর সইছে না।’
চলমান টুর্নামেন্টে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজের হোম লেগে গায়ানা অ্যামাজনের বিপক্ষে ২৯ আগস্ট টুর্নামেন্ট শুরু করবেন মরগান।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ