কিছুদিন আগেই হ্যাকারদের কবলে পড়েছিল বার্সেলোনা টুইটার একাউন্ট। এবার হ্যাকিংয়ের শিকার হল রিয়াল মাদ্রিদের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইড । হ্যাকারদের কবলে থাকা সেই অ্যাকাউন্ট থেকে দেওয়া হল এক বিস্ফোরক খবর।
সেই চাঞ্চল্যকর খবরটি হল, বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। শুধু টাই নয়, এই খবরের পাশাপাশি করিম বেনজেমাকে বিক্রি করে দেয়ার ভুয়া খবরও দেয়া হয়েছে।
বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হবার পর রিয়াল মাদ্রিদের ফেইসবুক ও টুইটার- দু’টি অ্যাকাউন্ট হ্যাক করা হলো। এরপর সেখানে লিওনেল মেসির একটি গোলের ভিডিও পোস্ট করে একাধিকবার লেখা হয়েছে, ‘ওয়েলকাম মেসি’। অর্থাৎ লিওনেল মেসি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এটা জানানো হচ্ছে।
আরেকটি ভুয়া বার্তায় বলা হয়, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে বিক্রি করে দেয়া হয়েছে। তবে অবশেষে হ্যাকারদের কাছ থেকে নিজেদের সোশ্যাল সাইট উদ্ধার করে সঠিক খবর দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট, ২০১৭/ তাফসীর