অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ১১ বছর পর টেস্ট খেলতে রবিবার হোম অব ক্রিকেট মিরপুরে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শুরুর আগেই ইমরুল কায়েস কত নম্বরে ব্যাট করতে নামবেন তা নিয়ে আলোচনা শুরু হয়।
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সংবাদ সম্মেলনে তাকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হল ইমরুল কায়েসের ব্যাটিং পজিশন নিয়ে।
সাধারণত ইমরুল কায়েস ওপেনিংয়ে খেলতে অভ্যস্ত হলেও সৌম্য সরকার থাকলে তিন নম্বরে মাঠে নামতে দেখা যায় তাকে। এ প্রসঙ্গে মুশফিক বলেন, "ইমরুল অসাধারণ প্লেয়ার, তবে ওর জন্য খারাপ লাগে আসলে। নয় বছর খেলার পর এখনও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো ও একটু দুর্ভাগা। অনেক সময় টিম কম্বিনেশন বা পরিস্থিতির কারণে পছন্দ না হলেও পরিবর্তন আনতে হয়। ।
মুশফিক আরও বলেন, "আশা করি এই সিরিজেও দারুণ কিছু করবে। গত ইংল্যান্ড সিরিজেও সে খুব ভালো ব্যাটিং করেছে। আর তিন নম্বরে আমাদের যে, সে সুযোগ পেলেও দারুণ কিছু করবে। কারণ গত কয়েক বছর ধরে সে ভালো খেলে এসেছে।"
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট, ২০১৭/ তাফসীর