ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে প্রায় হোঁচট খেতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ মুহূর্তে রাহিম স্টার্লিংয়ের দারুণ গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। শনিবার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে গোল খেয়ে বসে সিটি। ইংলিশ মিডফিল্ডার ড্যান গসলিংয়ের ক্রস ভিনসেন্ট কোম্পানি হেডে ফেরালেও পেয়ে যান ইংলিশ ডিফেন্ডার চার্লি ড্যানিয়েলস। জোরালো শটে জালে পাঠান তিনি। আট মিনিট পর দলকে সমতায় ফেরান গাব্রিয়েল জেসুস। মাঝমাঠের কাছ থেকে দাভিদ সিলভার পাস ধরে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর সঙ্গে বল দেওয়া নেওয়া কোনাকুনি শটে ৩ পয়েন্ট নিশ্চিত করেন স্টার্লিং। তবে গোল করে উদযাপন করতে দর্শকের কাছে চলে যাওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন ইংলিশ এই মিডফিল্ডার।
এবারের আসরে সিটির এটা দ্বিতীয় জয়। নবাগত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়ে শুরুর পর গত সপ্তাহে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চারবারের লিগ চ্যাম্পিয়নরা। তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে সিটির পয়েন্ট ৭।
বিডিপ্রতিদিন/ ২৬ আগস্ট, ২০১৭/ ই জাহান