বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের মর্যাদায় আসীন হলেন ওসমান ডেম্বেলে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০ দশমিক ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দিলেন এ ২০ বছর বয়সী উইঙ্গার। বরুশিয়ার এক বিবৃতিতে এ সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ওসমানের ট্রান্সফার ফিসহ বেতন-বোনাস মিলিয়ে অংকটা ১৫ কোটি ইউরো। শেষ পর্যন্ত সেই অংক হলো ১৪ দশমিক ৭ কোটি ইউরো।
রেকর্ড চুক্তিতে নেইমার ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই সমর্থকদের তোপের মুখে পড়ে বার্সা ম্যানেজমেন্ট। এ শূন্যস্থান পূরণের জন্য ডেম্বেলের পেছনে আঠার মতো লেগেছিল স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত মিশন সফল করল কাতালানরা।
বৃহস্পতিবার মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ডেম্বেলের ট্রান্সফার নিয়ে সমঝোতায় পৌঁছায় বরুশিয়া ও বার্সা ক্লাব প্রতিনিধিরা। নতুন ক্লাবে ডেম্বেলের এ চুক্তির মেয়াদ ৫ বছর।
এ চুক্তির মধ্য দিয়ে বার্সেলোনা ফুটবল ইতিহাসে দামি ফুটবলার হিসেবে মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গী হলেন এ ফরাসি উইঙ্গার। বলা বাহুল্য, এর আগে কাতালান ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলারের রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান গোলমেশিন নেইমারের। স্বদেশী ক্লাব স্যান্টোস থেকে ৯.৭ কোটি ইউরোতে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। পরের স্থানটি উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের। লিভারপুল থেকে ৮.১ কোটি ইউরোর চুক্তিতে মেসির সঙ্গী হয়েছিলেন সুয়ারেজ। সব কথার এক কথা, বার্সা ক্লাব ফুটবল ইতিহাসে ১০০ মিলিয়ন ইউরোর প্রথম ফুটবলার হলেন ডেম্বেলে। আরেকটা রেকর্ডও গড়লেন ডেম্বেলে। নেইমারের পেছনে থেকে ফুটবল ইতিহাসে দলবদলে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডটির মালিকানাও পেয়ে যাবেন এ ফরাসি উইঙ্গার। নেইমারের ট্রান্সফার ফি ২২.২ কোটি ইউরো। এ ব্রাজিলিয়ানের আগ পর্যন্ত সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা। তার সাইনিং চুক্তি ছিল ৮.৯ কোটি পাউন্ড।
ডেম্বেলের উত্থান হার মানায় রূপকথাকেও। মাত্র গত বছরই ফরাসি ক্লাব রেনে থেকে বুন্দেসলিগার প্রতিষ্ঠিত শক্তি বরুশিয়াতে আসেন এ উইঙ্গার। চুক্তির অংকটা ছিল ১.৫ কোটি ইউরো। আর পেশাদার ফুটবলে তার অভিষেক হয় ২০১৫ সালে। অল্প সময়ের মধ্যেই নজর কাড়েন সবার।
বরুশিয়ার হয়ে গত মৌসুমে ১০টি গোল করা ছাড়াও ২১ গোলের রূপকার ছিলেন ডেম্বেলে। লিওগে তার দল লাভ করে তৃতীয় স্থান। জার্মান কাপ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়াকে কোয়ার্টার ফাইনালে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ উইঙ্গার। ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন ডেম্বেলে। গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে গোলও করেন এ উইঙ্গার।
তবে ৫ আগস্ট জার্মান সুপার কাপের পর ক্লাবের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি ডেম্বেলে। আর এতে করে তার দলবদলের খবর ডালপালা মেলে।
বিডিপ্রতিদিন/ ২৬ আগস্ট, ২০১৭/ ই জাহান