২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া।এরপর দীর্ঘ ১১ বছর কেটে গেলেও দুই দলের দেখা হয়ে উঠেনি নানা কারণে। তবে সবকিছু ছাপিয়ে রবিবার অজিদের বিপক্ষে নামছে মুশফিক বাহিনী।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। আর এবারের মুখোমুখিতে পুরো নতুন দল নিয়েই মাঠে নামছে দুই দল। বলা যায় একে অপরের বিপক্ষে ২২ জনকে অভিষেক করাচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। কারণ দুই দলের ক্রিকেটারদেরই একে অন্যের বিপরীতে কখনো টেস্ট খেলা হয়ে উঠেনি।
বর্তমান যারা জাতীয় দলে রয়েছেন তারা একে অপরের বিপক্ষে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেললেও সাদা জার্সিতে এই প্রথম নামছেন। প্রথমবারের দেখায় কারা এগিয়ে যায় সেটাই এখন দেখার অপেক্ষা।
বিডিপ্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ ই জাহান