মিরপুরে সাদা জার্সিতে রবিবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘ ১১ বছর পর একে অপরের বিপক্ষে মাঠে নামছে। আলোচিত এই টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদেরও কৌতূহলের কমতি নেই। কেমন হতে পারে দুই দলের একাদশ? তা নিয়েই ভেবেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনেও দেখা যাবে তাকে। তাই ১৪ সদস্যের ঘোষিত স্কোয়াডে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস থাকলেও একাদশে তার থাকার সম্ভাবনা খুবই কম। এদিকে পেসারদের মধ্যে তাসকিন ও শফিউল দুজনের একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম্যান্স বিচার করলে অবশ্যই এগিয়ে থাকবেন শফিউল ইসলাম। আর মোস্তাফিজুর রহমান তো কোচ ও অধিনায়কের কাছে অটো চয়েজ।
এদিকে ব্যাপক সমালোচনার পর স্কোয়াডে ফেরা মুমিনুল হকের মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। মুমিনুলকে দলে নেয়া হলে বাদ পড়বেন ইমরুল কায়েস।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।
বিডিপ্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ ই জাহান