অনেক জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাছে নিঃসন্দেহে অন্যরকম এক মাইলফলক হয়ে উঠতে চলেছে।
সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তারা হলেন মহম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।
তামিম এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়ে বললেন, ‘সত্যিই একটা বিশেষক্ষণ। এমন একটা স্মরনীয় মুহূর্তকে নিজের পারফরমেন্স দিয়ে উজ্বল করে রাখতে চাই।’
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ তাফসীর