অস্বস্তিতে পড়ে গেছেন ভারতের পেস বোলার আশিস নেহরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই চারিদিক থেকে আসছে অভিনন্দনের বন্যা। যা মোটেই ভাল লাগছে না ৩৮ বছরের পেসারের।
নেহরা জানান, ‘৩৮ বছর বয়সে ভারতীয় দলে ফিরলাম। এত অভিনন্দন বার্তা আসছে যে নিজেরই অস্বস্তি হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, ৩৮ বছরেও নিজের সেরাটা দিতে পারব কিনা। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বয়সে তিন ঘরানার ক্রিকেটে খেলা সম্ভব নয়। আসন্ন সিরিজে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’
অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নেহরা। তিনি বলেন, ‘একটা একটা ম্যাচ নিয়েই ভাবতে চাইছি। নিজের উপর আস্থা রাখছি। চারটে ওভার করতে হবে। আইপিএলে আমি ভাল পারফর্ম করেছি। নির্বাচকরা নিশ্চয়ই তা মনে রেখেছেন। বুমরা, ভুবির মতো বোলাররা পাশে থাকায় চাপমুক্ত মনে হচ্ছে নিজেকে। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে বুমরা দুর্দান্ত বল করছে। টেস্টেও ওকে সুযোগ দেওয়া উচিত।’
চোটের জন্য বারবারই দল থেকে ছিটকে যেতে হয়েছে নেহরাকে। ক্যারিয়ারে ১২ বার অস্ত্রোপচার করতে হয়েছে। তারপরেও হারিয়ে যাননি। যার প্রমাণ ফের ভারতের জাতীয় দলে প্রত্যাবর্তন।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর