আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের করা বর্ষসেরা ক্রিকেটারদের একাধিক তালিকায় দেখা গেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। কিন্তু আইসিসির সেরা টেস্ট বা ওয়ানডে দলে বাংলাদেশের কোনো খেলোয়াড় জায়গা পাননি।
আরও পড়ুন : আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি
আইসিসির বর্ষসেরা টেস্ট দলে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের কোনো ক্রিকেটার নেই। বাংলাদেশের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজেরও কোনো ক্রিকেটার নেই।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা