জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচে ভালো শুরুর পরও ইনিংসটাকে বড় করতে পারেননি দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষেও ফিরেছেন অর্ধশতকের আগেই। তবে লঙ্কানদের বিপক্ষে আজ ৩৫ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে দ্রুততম এক হাজার রানের ঘরে প্রবেশ করা শাহরিয়ার নাফিসকে স্পর্শ করেছেন কুষ্টিয়ার এই ওপেনার। এক হাজার রান করতে প্রত্যেকেই খেলেছেন ২৯ ইনিংস।
এক দশক আগে ২০০৬ সালের ৩০ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে এক হাজার রানের ক্লাবে প্রবেশ করেন জাতীয় বাইরে থাকা ওপেনার শাহরিয়ার নাফিস।
এদিকে, বাংলাদশের দ্বিতীয় দ্রুততম যৌথভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েসের। প্রত্যেকে হাজার রান করতে খেলেছেন ৩৪ ইনিংস।
তবে ওয়ানডে দ্রুততম ১ হাজার রানের বিশ্ব রেকর্ড ৫ জনের দখলে। তারা হলেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব