আসন্ন আইপিএলকে ঘিরে এরই মধ্যে দলগুলো প্রস্তুতি শুরু করেছে। নিজ নিজ ক্লাবের অনুশীলনে যোগ দিতে শুরু করেছে ক্রিকেটাররাও। আর তারই জের ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ঝামেলা, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে ফিরে আসা, সড়ক দুর্ঘটনার মুখে পড়া- যাবতীয় ঝড় সামলে টিম দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দিয়েছেন মোহম্মদ শামি।
আইপিএল শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকে। পর দিন দিল্লির প্রথম ম্যাচ পাঞ্জাবের সঙ্গে, মোহালিতে। কিন্তু প্রথম ম্যাচে শামিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে। প্র্যাক্টিসে দেখা যায় শামির মাথায় বাঁধা রয়েছে ব্যান্ডেজ। দেরাদুন থেকে গাড়িতে দিল্লি আসার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন বাংলার পেসার। মাথায় দশটা সেলাই পড়েছিল তার। যে কারণে প্র্যাক্টিস শুরু হয়ে গেলেও তিনি টিমের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সোমবার শামিকে ফিজিক্যাল ট্রেনিং ও ক্যাচিং করতে দেখা যায়। তিনি পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা টিম ম্যানেজমেন্ট দেখে নিতে চাইছে।
উল্লেখ্য, দিল্লি টিমের রূপ এবার অনেকটাই বদলে গেছে। কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর এবার টিমের নেতা। মুম্বাই থেকে এসেছেন কোচ রিকি পন্টিং। আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে না পারা দিল্লি এবার যত্ন করে সাজিয়েছে টিম। সেই কারণেই গত বারও দিল্লির হয়ে খেলা শামিকে বোলিংয়ের সেরা অস্ত্র হিসেবে ধরা হচ্ছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ