বল টেম্পারিং কেলেঙ্কারিতে পুড়ছে পুরো ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। আর তারই জের ধরে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ ও ওয়ার্নার এবং নয় মাসের জন্য ব্যানক্রফট।
এদিকে, এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ ও ব্যানক্রফট। তবে ওয়ার্নার এখনও কিছু বলেননি।
এ ব্যাপারে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্মিথ বলেছেন, 'আমি আবারও দেশের প্রতিনিধিত্ব করার জন্য যা কিছু দরকার করব। কিন্তু আমি আগেই বলেছি, অধিনায়ক হওয়ায় এই ঘটনার পুরো দায় আমি নিয়েছি। আমি এই শাস্তি চ্যালেঞ্জ করব না। এই শাস্তির মধ্য দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি কঠিন বার্তা পাঠিয়েছে এবং আমি সেটা গ্রহণ করেছি।'
অন্যদিকে স্মিথের এই বার্তার পরই টুইট করে ব্যানক্রফট বলেছেন, শাস্তি মাথা পেতে নিয়েছেন। নয় মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না তিনি। লিখেছেন, 'দেশের জনগণের আস্থা ফিরে পেতে, যা করার প্রয়োজন আমি করব।' এই দুঃসময়ে যারা তাকে সমবেদনা জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ব্যানক্রফট।
তবে এ প্রসঙ্গে এখনও কিছু বলেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ওয়ার্নার।
উল্লেখ্য, নিষেধাজ্ঞার ব্যাপারে আপিলের বৃহস্পতিবার পর্যন্ত তাদের কাছে সময় আছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ