আইপিএল শুরুর আগে দিল্লি শিবিরে খারাপ খবর। টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া তারকা পেসার কাগিসো রাবাদা। কোমড়ের চোটের জন্য তিন মাস মাঠের বাইরে ছিটকে গিয়েছেন রাবাদা।
প্রোটিয়া পেসারের পরিবর্ত হিসেবে দিল্লি কাকে নেবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। একাদশ আইপিএলে ৪.২ কোটি টাকায় রাবাদাকে রাইট টু ম্যাচ কার্ডে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস ফ্যাঞ্চাইজি। বর্তমান সময়ে বল হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন রাবাদা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর পেসার।
চলতি মৌসুমে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ১০টি টেস্টই খেলেছেন রাবাদা, এছাড়াও ঘরের মাঠে ৯টি ওয়ান ডে ম্যাচের মধ্যে আটটি ম্যাচ খেলেছেন তিনি।
প্রোটিয়া দলের ডাক্তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরের মাঠে চতুর্থ টেস্ট চলাকালে চোট পান রাবাদা। ম্যাচ চলাকালে কোমড়ে ব্যথা অনুভব করেন তারকা পেসার। চিকিৎসকদের মত, এই মুহূর্তে রাবাদার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বিশ্রাম প্রয়োজন।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের আগে তারকা পেসার সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী প্রোটিয়া দলের চিকিৎসকরা।
এর আগে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়া দলের অন্যতম প্রধান ও তারকা পেসার মিচেল স্টার্ক। আইপিএলে তার খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সে। স্টার্কের বদলে নাইট দলে খেলবেন ব্রিটিশ বোলিং অলরাউন্ডার টম।
দিল্লি দলে এই মুহূর্তে পেস বিভাগে রয়েছেন ট্রেন্ট বোল্ট, শামি, ক্রিস মরিস, ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মতো তারকা পেসার। আগামী ৮ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লি ডেয়ারডেভিলস।
বিডি প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৮/আরাফাত