কাশ্মীর সাবেক পাক অধিনায়কের বিতর্কিত মন্তব্যের প্রথম বিরোধীতা করেছিলেন টিম ইন্ডিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীর৷ সোচ্চার হয়েছিলেন জাভেদ আখতারও৷ এবার আফ্রিদির মন্তব্যের বিরোধীতা শোনা গেল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির মুখেও৷
বেঙ্গালুরুতে আইপিএলে প্র্যাকটিসের মাঝে বিরাট সাংবাদিকদের জানান, ‘একজন ভারতীয় হিসেবে আমি সবসময় দেশের ভালো চাইব৷ দেশের স্বার্থে পাশে দাঁড়াব৷ যদি কেউ এর বিরোধীতা করে, তবে তাকে সমর্থন করার প্রশ্ন নেই৷’
সেই সঙ্গে বিরাট আরও জানান, ‘পুরো বিষয়টি না জেনে আমি বিশেষ কোনও মন্তব্য করতে চাই না৷ তবে দেশের প্রতি আমার সমর্থন সবসময় থাকবে৷’ আইপিএলের জন্য এই মুহূর্তে চিন্নাস্বামীতে প্র্যাকটিস করছেন বিরাট৷ রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামবেন কোহলি৷
উল্লেখ্য, নিজের টুইটারে একটি পোস্ট করে কাশ্মীরের সমস্যার জন্য ভারতকে দায়ী করেন আফ্রিদি৷ তিনি লেখেন, ‘কাশ্মীরের মানুষের উপর অত্যাচার চলছে। এখন রাষ্ট্রসংঘ আর অন্যান্য সব আন্তর্জাতিক সংস্থাগুলো কোথায়? তারা কেন এই রক্তপাত বন্ধ করছে না।’
এরপরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল৷ কাশ্মীরকে ‘ভারত অধ্যুষিত কাশ্মীর’ উল্লেখ করায় ভারতীয় নেটিজেনের রোষের মুখে পড়েন পাকিস্তানের তারকা ক্রিকেটার৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর