টুইটারে কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সর্মথকসহ সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়ছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি৷ গৌতম গম্ভীর, বিরাট কোহলির পর এবার আফ্রিদিকে কড়া জবাব দিলেন শচীন টেন্ডুলকার ও শিখর ধাওয়ান৷
বৃহস্পতিবার টুইটারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজের বিধ্বংসী ভঙ্গিমায় লেখেন, ‘আগের নিজের দেশের হাল ঠিক কর৷ নিজের মত নিজের কাছে রাখো৷ নিজের দেশের জন্য আমরা যা করেছি সেটাই ঠিক৷ আগে কী করতে হবে আমরা জানি৷ তোমাকে এসব ব্যাপারে মাথা গলাতে হবে না৷’
প্রায় একই ঢঙ্গে আফ্রিদির টুইটের জবাব দিয়েছেন মাস্টার ব্লাস্টার৷ পাকিস্তানি ক্রিকেটারের টুইট সংক্রান্ত প্রশ্নের জবাবে এক সংবাদ মাধ্যমকে শচীন বলেন, ‘আমাদের দেশের ব্যাপারে কোনও বর্হিরাগতের মন্তব্য করার দরকার নেই৷ ওখানে থাকা ভারতীয় প্রতিনিধিরা বিষয়টির গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে সমর্থ৷’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর