বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়কের পথে হাঁটলেন বরখাস্ত সহ-অধিনায়ক৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় টুইট করে স্মিথ জানিয়েছিলেন, তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বছরের নির্বাসনের সিদ্ধান্ত বিরুদ্ধে আইনি পথে যাচ্ছেন না৷
বৃহস্পতিবার স্মিথের পথে হেঁটে অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও জানিয়ে দিলেন, বল বিকৃতি কাণ্ডের সাজা মাথা পেতে মেনে নিচ্ছেন তিনি৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিরুদ্ধে আইনি কোনও ব্যাবস্থা নেবেন না ওয়ার্নারও৷ এর আগে স্মিথ-ব্যানক্রফট তাদের শাস্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিলেও ওয়ার্নার তার শাস্তি নিয়ে আদালতের দারস্থ হবেন বলে শোনা যায়৷ সেই বিষয়ে ধোঁয়াশা দূর করে বৃহস্পতিবার নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন অজি বাঁ-হাতি ক্রিকেটার৷
নিজের টুইটে ওয়ার্নার লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাতে চাই তাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিচ্ছি৷ বল বিকৃতিকে মদত দেওয়ার জন্য দায় স্বীকারও করেছি৷ আমি ক্ষমাপ্রার্থী৷ ফের ভালো মানুষ হওয়ার জন্য সবরকম চেষ্টা করব৷’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর