বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফলে শিরোপা জেতানো এই অধিনায়ককে ছাড়াই এবার আইপিএলের মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে ওয়ার্নারের অনুপস্থিতে দলে তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছেন হায়দরাবাদের কোচ টম মুডি।
সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারের অভাববোধ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুডি বলেন, ‘সত্যি বলতে কী, খুবই কম। আমাদের আসলে ব্যালান্সড একটি স্কোয়াড রয়েছে। যেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভূমিকা পালন করতে প্রস্তুত। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আমরা একজন ভালো অধিনায়ক পেয়েছি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’
আইপিএলের পর্দা উঠছে ৭ এপ্রিল। তবে হায়দরাবাদ রাজস্থান রয়্যালসের মাঠে নামবে ৯ এপ্রিল।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ