কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পাঁচ বছরের সাজা হওয়ায় মর্মাহত তার পুরনো বন্ধু পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, এটা খুব কঠোর শাস্তি।
শোয়েব তার টুইটারে বলেন, আমার বন্ধু সালমানের পাঁচ বছরের সাজা হওয়ায় খুবই খারাপ লাগছে কিন্তু আইন আইনের পথে চলেছে এবং ভারতের আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু তাও আমার মনে হচ্ছে শাস্তিটা একটু কঠোরই হয়েছে। সালমানের পরিবার ও ভক্তদের জন্য আমার সহানুভূতি রইল। আমার দৃঢ় বিশ্বাস সালমান খুব দ্রুত ছাড়া পেয়ে যাবে।
বৃহস্পতিবার সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একসাথে ১০ হাজার টাকা জরিমানা।
২০ বছর আগে সালমানসহ সোনালী বেন্দ্রে, সাইফ আলি খান, নীলম এবং টাবু কঙ্কাণি গ্রামে গিয়ে দুইটি হরিণ শিকার করেন। সেই মামলারই রায় ঘোষণা করা হয়। রায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজা এবং বাকিদের খালাস দেয়া হয়।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৮/আরাফাত