কিছুদিন আগেই কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার যোগ্য জবাবও পেয়েছিলেন শচীন, বিরাটদের কাছ থেকে। বিতর্কিত মন্তব্য করে আবার শিরোনামে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এবার জানালেন, আইপিএলের থেকে নাকি বড় টুর্নামেন্ট পিএসএল!
সাবেক এই পাক ক্রিকেটার বলেছেন, ‘আইপিএলের কোনও দল ডাকলেও আমি যাব না। আমাদের পিএসএল আরও বড় প্রতিযোগিতা। যা আমি উপভোগ করছি। বর্তমানে তো নয়ই। অতীতেও আমি আইপিএলের প্রতি আগ্রহী ছিলাম না।’
মাত্র একবারই আইপিএল খেলেছেন আফ্রিদি। উদ্বোধনী বছরে ডেকান চার্জার্সে ছিলেন। সেসময় আফ্রিদি বলেছিলেন, ‘আইপিএলে খেলার সুযোগ পেয়ে উপকৃত। বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলার সুযোগ পাওয়ায় আমার অভিজ্ঞতা বাড়ল। এত সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আর কোথাও হয়নি।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর