আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস ৷ দলের অন্যতম তারকা পেসার কাগিসো রাবাদাকে গোটা টুর্নামেন্টেই আর পাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলস ৷ চোটের জন্য আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার ৷ কোমরের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রাবাদাকে ৷
আইপিএল শুরুর আগে অনেক ক্রিকেটারই চোট-আঘাতের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ৷ তাই তাদের বদলিও তাড়াতাড়ি খুঁজে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ফ্র্যাঞ্চাইজিগুলির ৷ রাবাদাকে না পেলেও আসন্ন টুর্নামেন্টে ভাল ফল করার জন্য দিল্লি দল তৈরি বলেই জানিয়েছেন কোচ রিকি পন্টিং। তিনি দায়িত্ব নেওয়ার পরেই দলের ক্রিকেটারদের শরীরী ভাষাও যেন বদলে গেছে বলে মনে করা হচ্ছে ৷
অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক পরিষ্কার বলছেন, ‘‘আমি দলের ছেলেদের বলে দিয়েছি, অতীতে কী হয়েছে, তা ভুলে যেতে হবে। আমাদের টিম এবার যথেষ্ট ভাল হয়েছে। এই দলের ক্ষমতা আছে আইপিএল জেতার। ছেলেরা যদি ভেবে থাকে, আমার আগ্রাসী মেজাজটা দেখেছে, তা হলে ভুল করবে। এখনও কিছুই তো দেখেনি।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর