দাম্পত্য কলহে স্ত্রীকে দুশ্চরিত্রার তকমা দিয়েছিলেন স্বামী৷ আর এই কারণেই অগ্নিশর্মা হয়ে স্বামীর পুরুষাঙ্গে ছুরি চালালেন স্ত্রী৷ ভারতের হায়দ্রাবাদের আফিসনগর থানা এলাকাতে ঘটেছে এই ঘটনা৷
পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে এই ঘটনা ঘটে৷ সেই মহিলা হাসপাতালে চাকরি করেন৷ স্বামী মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে দুশ্চরিত্রা বলে গালাগালি করেন৷ এতেই তাদের মধ্যে বিবাদ চরমে ওঠে৷ চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করায় স্বামীর পুরুষাঙ্গে ছুরির আঘাত করেন ক্ষিপ্ত মহিলা৷
এই ঘটনায় শুক্রবার আসিফনগর থানায় অভিযোগ দায়ের করন আহত স্বামীর ভাই৷ সেই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ এক কর্মকর্তা জানিয়েছেন, আহত ব্যক্তির বয়ান নথিভুক্ত করা হবে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর