ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। বর্তমানে দলটির মেন্টর। আর এই দলে এবার সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আজ শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে আইপিএল ১১তম আসরের। আর প্রথম দিনই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগের দিন শুক্রবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেখা পেয়ে যান মুস্তাফিজ। কিংবদন্তিকে কাছে পেয়ে তার সঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার সুযোগ কি আর মিস করা যায়! একই সঙ্গে সেই স্মৃতি।
শুক্রবার রাতে ফেসবুকে মুস্তাফিজ শচীন টেন্ডুলকারের সঙ্গে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বহু মূল্যবান এবং স্মরণীয় মুহূর্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার স্যারের সঙ্গে। তার সাথে সাক্ষাৎ হওয়ায় আনন্দিত।’
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব