সমর্থকদের বিতর্কিত আচরণের জন্য শাস্তির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে হলুদ বেলুন উড়িয়ে স্বাধীন কাতালানের দাবিতে বন্দি নেতাদের মুক্তির জন্য প্রতিবাদ জানায় বার্সা সমর্থকরা। আর তাতে উয়েফা ডিসিপ্লিনারি বিধান ভঙ্গ হওয়ায় শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
শুক্রবার বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় পলিটিক্যাল ফ্যাক্টরে কোনো রেফারেন্স উল্লেখ করেনি উয়েফা গভর্নিং বডি। শুধুমাত্র মাঠে কোনো জিনিস ছুঁড়ে মারার অপরাধে আচরণবিধির আর্টিক্যাল ১৬ (২) লঙ্ঘন করার কথা বিবৃতিতে উদ্ধৃত করা হয়।
জানা গেছে, আগামী ৩১ মে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বার্সার ওপর কোনো শাস্তি আরোপ করা হবে নাকি সতর্ক করে দেওয়া হবে তা তখনই জানা যাবে।
উল্লেখ্য, ন্যু ক্যাম্পে রোমার বিপক্ষে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের জয় পায় বার্সা।ওই ম্যাচে প্রথমার্ধেই স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক প্রতিবাদ। স্পেনের কাতালুনিয়া অঞ্চল স্বাধীনতার স্বপক্ষে সমস্বরে আওয়াজ তোলে প্রচুর হলুদ বেলুন ওড়াতে থাকেন সমর্থকরা। যা এসে পড়ে মাঠের ওপর।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ