বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে টাইগার পেসার মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে দুই সিজন খেলে হায়দ্রাবাদ ছেড়েছেন মুস্তাফিজ।
মুস্তাফিজের মুম্বাইয়ের ম্যাচ সূচি (প্রথমে স্বাগতিক দল):
৭ এপ্রিল – মুম্বাই বনাম চেন্নাই – রাত সাড়ে ৮টা
১২ এপ্রিল – সানরাইজার্স বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
১৪ এপ্রিল – মুম্বাই বনাম দিল্লি – বিকেল সাড়ে ৪টা
১৭ এপ্রিল – মুম্বাই বনাম বেঙ্গালুরু – রাত সাড়ে ৮টা
২২ এপ্রিল – রাজস্থান বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
২৪ এপ্রিল – মুম্বাই বনাম সানরাইজার্স – রাত সাড়ে ৮টা
২৮ এপ্রিল – চেন্নাই বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
১ মে – বেঙ্গালুরু বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
৪ মে – পাঞ্জাব বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
৬ মে – মুম্বাই বনাম কলকাতা – বিকেল সাড়ে ৪টা
৯ মে – কলকাতা বনাম মুম্বাই – রাত সাড়ে ৮টা
১৩ মে – মুম্বাই বনাম রাজস্থান – রাত সাড়ে ৮টা
১৬ মে – মুম্বাই বনাম পাঞ্জাব – রাত সাড়ে ৮টা
২০ মে – দিল্লি বনাম মুম্বাই – বিকেল সাড়ে ৪টা
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ