মুম্বাইয়ে আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১১তম আসর। এরই মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং গত দু’বছর নির্বাসিত থাকার পরে এ বারেই ফিরে আসা মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।
এদিকে, গত দু’বছর ধরে আইপিএলের উদ্বোধন নিয়ে নতুন নীতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা যাচ্ছিল, মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের পরে একই দিনে প্রথম ম্যাচের আয়োজন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকারা ছাড়াও অনেক শিল্পী অংশ নেন। তাদের জুতা বা অন্যান্য সরঞ্জামের জন্য মাঠ বা পিচের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। যেহেতু একই দিনে ম্যাচও থাকে, মাঠে অনুষ্ঠান করায় ঝুঁকি থেকে যায়।
সেই কারণেই গত কয়েক বছর ধরে বোর্ড নতুন নীতি নিয়েছিল যে, উদ্বোধনী অনুষ্ঠান হয় অন্য কোনো মাঠে করা হবে নয়তো প্রেক্ষাগৃহে করা হবে। এবারে আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে।
জানা গেছে, ওয়াংখেড়ের পিচকে বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছে। পিচ থেকে দূরে করা হয়েছে মঞ্চ। কিন্তু মুম্বাই ক্রিকেট মহলে অনেকে এতে আশঙ্কা মুক্ত হতে পারছেন না। তারা বলছেন, ‘‘উদ্বোধনী অনুষ্ঠানে অনেক শিল্পী থাকে। তারা কে কোথায় ঘুরে বেড়াবে, কোথায় নাচতে নাচতে চলে যাবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারে? উদ্বোধনী অনুষ্ঠান একই মাঠে হওয়া মানেই ঝুঁকি থেকে যাচ্ছে।’’
বোর্ডের মধ্যে অনেকে অভিযোগের আঙুল তুলছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)-র দিকে। বোর্ড কর্তাদের অন্ধকারে রেখে তারাই এখন ক্রিকেট প্রশাসন চালাচ্ছেন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ