সময়টা দারুণ যাচ্ছে ম্যানচেস্টার সিটির। ধারাবাহিক পারফর্মেন্সে ইংলিশ লিগের শিরোপার একবারে কাছে চলে এসেছে দলটি। আজ মর্যাদার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পেপ গাদিওলার ম্যানসিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আজ ম্যানইউকে স্বাগত জানাবে ম্যানসিটি। বাংলাদেশ সময় সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
আজকের এই হাই-ভোল্টেজ ম্যাচে ম্যানইউকে হারাতে পারলে ৬ ম্যাচ হাতে রেখেই ইংলিশ লিগের শিরোপা জয়ের স্বাদ পাবে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজও খেলতে পারবেন না ম্যাসিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। হাটুর চোটের কারণে সিটির হয়ে শেষ চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন এই তারকা।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ