মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে আইপিএল ১১তম আসরের। আর প্রথম দিনই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা কাটার মাস্টারকে যেভাবে প্রশংসায় ভাসিয়েছেন তাতে মুস্তাফিজের একাদশে থাকা অনেকটা নিশ্চিত। এমনকি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোও আজকের ম্যাচের সম্ভাব্য একাদশে রেখেছেন বাংলাদেশি পেসারকে।
ম্যাচ শুরু হতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। মাঠে নামার আগে শনিবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে দোয়া প্রার্থনা করেছেন মুস্তাফিজ। লিখেছেন, ''মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ আজ। আমার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য দোয়া করবেন।''
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব