মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচ দিয়েই আইপিএলে নিজের নতুন দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অভিষেক হলো টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। দলটির সেরা একাদশে রাখা হয়েছে তাকে।
শনিবার রাত সাড়ে ৮টায় আইপিএলে এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামে মাহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান।
মুম্বাই একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, মায়ানাক মারকান্দ্রে, মিচেল ম্যাকক্লেনাঘান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জাসপ্রিত বুমরাহ ও মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম